বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহা সড়কের সাতৈর ইউনিয়নের জয়নগর বিএনপি নেতা খন্দকার নাসিসরুল ইসলামের ইট ভাটার সামনে পাকা রাস্তার উপরে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে টায়ার জালিয়ে আগুন ধরিয়ে বোমা বিস্ফোরন করেন দূবৃত্তিরা।
খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে চারটি বোমা উদ্ধার করেন। ফায়ার সার্ভিস গিয়ে টায়ারের আগুন নিয়ন্ত্রন করেন। এ সময় পুলিশ ফাকা ১২ রাউন্ড শর্টগানের গুলি ছুরেন।
থানার এসআই আক্কাচ আলী বলেন, বোমা বিস্ফোরনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে চারটি বোমা উদ্ধার করা হয়েছে। আশ পাশের লোকজন বলেন, তিন থেকে চারটি বোমা ফাটার শব্দ পাওয়া গেছে।
তিনি আরো বলেন, যারা নাশকতা সৃষ্টি করার জন্য বোমা ফাটিয়েছেন তাদের আটক করার চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। শর্টগানের ১২ রাউন্ড ফাকা গুলি করা হয়।
সম্প্রতি বোয়ালমারী পৌরসভার চৌরাস্তায় বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ রাতের আধারে দৃবৃর্ত্তিরা ইটপাটকেল ছুড়ে ভাংচুর চালায়। ওই ঘটনায় কোন মামলা হয়নি, আটকও হয়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।