বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় স্বামীর সাথে রাগ করে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ায় স্বামী রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে রবিবার (১৮ সেপ্টেম্বর) ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করেছেন।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতৈর ইউনিয়নের কাদিরদী মিয়া পাড়া গ্রামের বাসিন্দা জুয়েল কাজী (২৮) এর সাথে তার স্ত্রী রাগারাগি করে বাবার বাড়িতে চলে যায়।
সে সূত্র ধরে শনিবার দুপুরে রাগে অভিমানে নিজ ঘরের বাঁশের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস নেয়। পরে থানা পুলিশ খবর পেয়ে সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আত্মহত্যার ঘটনায় ইউডি মামলা হয়েছে।
সাতৈর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু বলেন, দুই তিন দিন আগে জুয়েল কাজীর স্ত্রী তার সাথে রাগারাগি করে বাবার বাড়িতে চলে যায়। স্ত্রী চলে যাওয়াকে কেন্দ্র করে রাগে অভিমানে আত্মহত্যা করেছে বলে শুনেছি।
থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, আত্মহত্যার খবর পেয়ে শনিবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রবিবার (১৮ সেপ্টেম্বর) ফরিদপুর মর্গে প্রেরন করা হয়েছে। আত্মহত্যার ঘটনায় ইউডি মামলা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।