বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের মোড়া গ্রামের বাসিন্দা মো. রফিক মোল্যার বিরুদ্ধে এক গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ মেলা মেশা করে বিয়ে না করার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ওই গৃহবধূ গত বুধবার রফিক মোল্যার নামে বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগটি বর্তমানে ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. কবির হোসেন তদন্ত করছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রফিক মোল্যা ওই গৃহবধূর স্বামীর সাথে দীর্ঘদিন তাদের বাড়িতে যাওয়া আসা করতো। যাওয়া আসার মাধ্যমে তারা পরকিয়ায় জড়িয়ে পড়ে। গত দুই বছর আগে ওই গৃহবধূকে বিয়ের প্রলোভন ও লোভ লালসা দিয়ে রফিক মোল্যা রুপাপাত বাসা ভাড়া করে বসবাস করে বিয়ে না করেই।

গত ৬ মাস আগে কালিনগর থেকে রফিক মোল্যা ওই গৃহবধূকে নিয়ে সহস্রাইল ভাড়া বাসায় নিয়ে বসবাস শুরু করে এবং বিয়ে না করে অবৈধ ভাবে মেলামেশা করতে থাকে। গত ১৭ জুলাই রফিক মোল্যাকে ওই গৃহবধূ বিয়ের জন্য চাপ দিলে সে অকর্থ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন ভয়ভীতি দেখায়।

অভিযোগে আরো উল্লেখ করেন ওই গূহবধূর নিকট থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে নগদ ৩ লক্ষ টাকা ও দেড় ভরি স্বর্ন নিয়ে যায় রফিক মোল্যা। গৃহবধূর দুই সন্তান।
এ ব্যাপারে রফিক মোল্যার কাছে জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা।

অভিযোগ তদন্তকারী কর্মকর্তা মো. এসআই কবির হোসেন বলেন, রফিক মোল্যার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।