![ফরিদপুর চিনিকলের আখ মাড়াই মৌসুম উদ্বোধন](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/12/dkk4-1.jpg)
ফরিদপুর চিনিকলের আখ মাড়াই মৌসুম উদ্বোধন
ফরিদপুর চিনিকলের আখ মাড়াই মৌসুম উদ্বোধন
হৃদয় শীল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের ২০২২-২০২৩ আখ মাড়াই মৌসুম উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকাল ৫ টায় চিনিকলের প্রবীণ আখচাষী হাজি মোতালেব ফকির ও মো.নজরুল ইসলাম ডোঙ্গায় আখ নিক্ষেপনের মাধ্যমে ৪৭তম মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করেন। এর আগে চিনিকলের কেন করেয়িার প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. আনোয়ার কবির। বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শহিদুল ইসলাম,প্রবীন আখচাষী মোতালেব ফকির,মো. নজরুল ইসলাম,চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু,আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম খান প্রমুখ।
চিনিকল সুত্রে জানা গেছে, চলতি মাড়াই মৌসুমে ৫০ দিনে ৫০ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে শতকরা ৬.২২% ভাগ চিনি আহরণ করে ৩ হাজার ১শত মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।