নারায়নগঞ্জের রূপগঞ্জে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তি যোদ্ধাদের সম্মাননা,নগদ অর্থ প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী, তারাব পৌরসভার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার হোসেন, সচিব তাজুল ইসলাম,উপজেলা মুক্তি যোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার আমানউল্লাহ খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, কাউন্সিলর আমির হোসেন, আক্তার হোসেন ভুইয়া,রফিকুল ইসলাম মনির, মাহবুবর রহমান জাকারিয়া, আনোয়ার হোসেন, আতিকুল ইসলাম আতিক, জোসনা বেগম, মাহফুজা আক্তার সহ অনেকে। এ সময় ১৫ জন মুক্তিযোদ্ধাদের সম্মামননা ও নগদ অর্থ প্রদান করা হয়।