নারায়ণগঞ্জ প্রতিনিধিঃনারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক নির্মান কাজ উদ্বোধন করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় রবিবার সকালে উপজেলার চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে এ সড়ক নির্মান কাজ উদ্বোধন করেন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও রূপগঞ্জ উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা।
এসয়ম উপস্থিত ছিলেন আওয়ামিলীগ নেতা জব্বার মিয়া,ফরিদ উদ্দিন, যুবলীগ নেতা রফিক, শেখ রাসেল নগর বাস্তবায়ন পরিষদের নাজিম উদ্দীন চৌধুরী, চনপাড়া শেখ রাসেল নগর যুবমহিলালীগের সভাপতি শিমু আক্তার,সাধারণ সম্পাদক শাকিলা আক্তার,যুব মহিলালীগের ২ নং ওয়ার্ডে সাধারণ সম্পাদক আয়না আক্তার , সাবেক ছাত্রনেতা মাইউদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।