সাইফুর নিশাদ | নরসিংদী : নরসিংদীর বেলাব উপজেলার সল্লাবাইদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে মানসিক ভারসাম্যহীন ছেলের লাঠির আঘাতে অছিমউদ্দিন (৮২) নামে এক বাবার মৃত্যু হয়েছে।
রোববার ৮ই জানুয়ারি রাত সাড়ে ১২ টায় একই সময় আলফেজ ফেসানি নামে ওই ছেলের লাঠির আঘাতে তার মা রহিমা বেগমও আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ছেলে আলফেজ ফেসানিকে আটক করেছে।
নিহতের স্ত্রী রহিমা বেগম বলেন, ‘আমার ছেলে আলফেজ ফেসানি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। তার চিকিৎসা চলছে। রোববার রাতে পাশের বাড়িতে ওয়াজ হচ্ছিল। এ কারণে বাড়িতে তেমন কেউ ছিল না।
রাত সোয়া ১২টার দিকে আমি আমার বৃদ্ধ স্বামী ও ছেলেকে নিয়ে ঘরে খেতে বসি। এ সময় খাবার মজা হয়নি এমন কথা বলে আলফেজ প্রথমে লাঠি দিয়ে আমাকে মারধর করে। এ সময় তার বাবা বাধা দিলে তাকেও লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই আমার স্বামীর মৃত্যু হয়।’
এ ঘটনায় বেলাব থানায় মৃতের মেয়ে তাপসী আক্তার বাদী হয়ে ভাই আলফেজ ফেসানিকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
বেলাব থানার পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আর ছেলেকে গ্রেফতার করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।