জাহিদুল কবির জুয়েল, মধুপুর( টাঙ্গাইল): মধুপুরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃ্ষিকর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন-ৃকৃষিসম্প্রসারণ অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক আহসানুল বাশার, অতিরিক্ত উপ-পরিচালক ( উদ্যান) কৃষিবিদ মাহমুদুল হাসান সহ অন্যান্য কর্মকর্তা।
এসময় কৃষিসম্প্রসারণ কর্মকর্তা শাকুরা নাম্নী সহ উপজেলার সকল উপ-সহকারী কৃষিকর্মকর্তাগন উপস্হিত ছিলেন।
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আল মামুন রাসেল অনুষ্ঠানটি সন্চালনা করেন কৃষিসম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়া ইভা। অনুষ্ঠান শুরু হওয়ার আগে অতিথি গন বিভিন্ন স্টল পরিদর্শন করে।
সমাপনী অনুষ্ঠান বিভিন্ন কেটাগরিতে বিজয়ীদদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।