রাজধানীর মুগদা থানাধীন পূর্ব মানিক নগর এলাকার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে সুমাইয়া আক্তার (১৬) নামের এক শিক্ষার্থীর আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (১ মার্চ) সকালের দিকে এই ঘটনাটি ঘটে। মুগদা থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) ফেরদৌসী আক্তার জানান, ৯৯৯ এ খবর পেয়ে মুগদার পুর্ব মানিকনগর এলাকার ১০২ নম্বর বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, নিহতের স্বজনরা জানায় মায়ের সঙ্গে অভিমান করে নিজ রুমে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে দরজা ভেঙ্গে উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে। শিক্ষার্থীর বাবা সেলিম জানায়, তার মেয়ে মানিকনগর মডেল হাই স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। আজ সকালে নাস্তা খেয়ে তার বেডরুমে চলে যায়। কিছুক্ষণ পরে দরজা বন্ধ দেখে অনেক ডাকাডাকি করলে সারা না পেয়ে দরজা ভেঙ্গে ভেতরে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।
পুলিশ জানায়, এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।