আজম খান,বাঘারপাড়া(যশোর) : যশোরের বাঘারপাড়ায় অনলাইন জন্ম মৃত্যু নিবন্ধন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব ও গ্রাম পুলিশদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত।
এ সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান।
মতবিনিময় শেষে সকলেই এ উপজেলায় অনলাইন জন্ম মৃত্যু নিবন্ধন বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। যশোর জেলার মধ্যে বাঘারপাড়া উপজেলাকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করার চেষ্টা অব্যাহত রাখার আশাবাদ ও ব্যক্ত করা হয়।
সভা শেষে জন্ম মৃত্যু নিবন্ধনে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ জহুরপুর ও দোহাকুলা ইউনিয়নের চেয়ারম্যান , সচিব ও গ্রাম পুলিশদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।