বকশীগঞ্জ প্রতিনিধি (জামালপুর): জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী তার মুক্তিযোদ্ধার ভাতার অর্ধেক অংশ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছেন।
বৃহস্পতিবার ১ডিসেম্বর বিকালে উপজেলা সরকারি গণগ্রন্থগারে ভাতার টাকা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব প্রকল্প পরিচালক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রনালয় ডা.সিরাজুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, এসময় বিশেষ অতিথি হিসাবে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আতাউর রাব্বি ,উপজেলা পরিবাবর পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আজিজুল হক,ইসলামি ব্যাংক বকশীগঞ্জ শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন ফুয়াদ,বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ফড়িং,শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সহ কারি লাইব্রেরিয়ান মাহমুদা আক্তার, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালনসহ আরো অনেকেই।
বীরমুক্তিযোদ্ধা আফসার আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মুক্তিযোদ্ধাদের ভাতা ১২ হাজারর টাকা থেকে ২০ হাজার টাকা বর্ধিত করেছেন। তাই আমি ১০ হাজার টাকা প্রতি মাসে আমার উপজেলায় অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে থাকি।
অনুষ্ঠান শুরুর আগে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।