শনিবার বেলা ১১ টায় ফরিদপুরের মধুখালীতে দূর্যোগ ,মোকাবেলায় দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন। প্রধান অতিথির পক্ষ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য’র স্ত্রী ,পরিবার পরিক্ল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক সেলিনা হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী।
বিশেষ অিতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমানের সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান,মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খান প্রমুখ। এসময় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহরাব হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম.এ. বাবুল আক্তারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের সহযোগিতায় কম্বল বিতরণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।