কেশবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। ১১ অক্টোবর (মঙ্গলবার) সকালে উপজেলা পরিষদের আয়োজনে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি’র) অর্থায়নে উপজেলা পরিষদ চত্বরে ওই ক্রীড়া সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করা হয়।
আরোও পড়ুন:
মেসিরা কাতারে যাবেন আর্জেন্টিনার পতাকায় রাঙা বিমানে চড়ে!
বঙ্গবন্ধু কৃষি পুরস্কার পাচ্ছেন যে ৪৪ ব্যক্তি-প্রতিষ্ঠান
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আকতার সাদেক।
আরোও পড়ুন:
রানীর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর কৃতজ্ঞতা
বোয়ালমারীতে চেয়ারম্যানের মামলায় যুবলীগ, ছাত্রলীগ নেতা আসামি
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্কতা ডাঃ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ টি এম বদরুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আলমগীর হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শুভ্র প্রকাশ দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, উপজেলা আনসার ও ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ দাশ, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শামীম আখতার মুকুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অধ্যাপক মশিউর রহমান, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি’র) অর্থায়নে উপজেলার ৪৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের খেলাধুলার জন্য ক্রীড়া সামগ্রী প্রদান এবং ২০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।