মোঃ ফারুক হোসেন চট্টগ্রাম ব্যুরোঃ খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ১১পরিবারের মাঝে নগদ এক লক্ষ দশ হাজার টাকা অনুদান প্রদান ও পৌরসভার জনসাধারণের মধ্যে বিতরণের জন্য সকল কাউন্সিলরদের মাঝে সাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।
(২৭জুন) রবিবার সকালে পৌরসভার হল রুমে এ আয়োজন করা হয়েছে। এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ও দুস্থ অসহায় পরিবার প্রতি ১০ হাজার টাকা করে, ১১পরিবারের মাঝে ১ লক্ষ দশ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়।
এবং করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সাধারণ জনগণের মধ্যে বিতরণের জন্য মাস্ক সহ সাস্থ্য সুরক্ষা সামগ্রী সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের মাঝে প্রদান করা হয়। মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামসুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা আদর্শ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, মোঃ মোস্তফা, ও সকল নির্বাচিত কাউন্সিলরবৃন্দসহ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ‘দূর্গত মানুষেরা আমাদের সমাজেরই অংশ।
বিত্তবানসহ সকল সচ্ছল মানুষের উচিত তাদের পাশে দাঁড়ানো। নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সকলকে একযোগে কাজ করতে হবে। এবং চলমান করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে সরকারি সাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন।
এবং নিয়মিত মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার জন্য সকলকে অবহিত করেন। এ সময় পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন, পৌরসভার সচিব অনিল চন্দ্র ত্রিপুরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।