![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/03/162511223_939299503485780_3575930030111069777_n.jpg)
যশোরের অভয়নগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ সকাল ১০টায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রহমান রিজভী সভাপতিত্বে বিশ্বযক্ষ্মা দিবস ২০২১ পালিত হয়েছে। হাসপাতাল প্রাঙ্গনে, মুজিব বর্ষের অঙ্গীকার যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার। প্রতিপাদ্য কে সামনে রেখে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রহমান রিজভী’র সভাপতিত্ব আলোচনার মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। এসময় মেডিকেল অফিসার ডা, আলীমুর রাজীব (RMO) মেডিকেল অফিসার ডা. সাদিয়া জাহান (MODC) মেডিকেল অফিসার ডা. স্বাগত দাস,MTPES লাবলী আক্তার, TLCA রোজিনা আক্তার , মৃত্তিকা বিশ্বাস, ইতিরাণী, রিমা খাতুন সহ অন্যান্য কতৃপক্ষরা উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।