আজ চন্দ্রঁবিন্দু ফেলোশিপ বাংলাদেশ এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী। ২০১৮ সালের ১লা সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে চন্দ্রঁবিন্দুর যাত্রা শুরু হয়ে আজ ২০২১ সালের ১লা সেপ্টেম্বর তিনটি বছর পার করে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে।

এই তিন বছরে চন্দ্রঁবিন্দু দীর্ঘমেয়াদি পরিকল্পনার পথ অনুসরণ করে সমাজের ছিন্নমূল, অসহায়, হতদরিদ্র মানুষের পাশে দাড়াঁনোর চেষ্টা করেছে।২০২০ সালে চন্দ্রঁবিন্দু ১২৫ টি ও ২০২১ সালে চন্দ্রঁবিন্দু ১৬০ টি অসহায়,হতদরিদ্র,পরিবারের কাছে পৌঁছাতে পেরেছে।চন্দ্রঁবিন্দু তিন বছরে মোট ৬ টি সিজনে নির্ধারিত ইভেন্ট (ঈদ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে ও উষ্ণতার চাদের ঢাকুক শীতের রুক্ষতা) সহ বুয়েটের সপ্নসারথী সংগঠন ও যশোর সদরের পুরাতন কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহযোগিতায় দুইটি কোলাবোরেশান ইভেন্ট ও সম্পন্ন করেছে।

চলতি বছরে দেশের করোনা পরিস্থিতি চরম অবস্থায় পৌছাঁলে সরকারের কঠোর লকডাউনের সিদ্ধান্তে অসহায়, ছিন্নমূল, হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে জরুরি খাদ্য সহায়তা (টেলিসেবার মাধ্যমে) সেবা চালু করে এবং পুরাতন কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহযোগিতায় ১ম,২য় ও ৩য় দফায় ৪১০ কেজি চাল ও ৮২ কেজি ডাল যশোর শহর অঞ্চলের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে ফিল্ড ওয়ার্কে গিয়ে বিতরণ করে চন্দ্রঁবিন্দু ফেলোশিপ বাংলাদেশ। তাছাড়া চন্দ্রঁবিন্দু আপন আলয়,প্রিভেন্ট হুম্যান ভায়োলেন্স, বাতিঘর, আজীবন কর্মসংস্থান ইত্যাদি প্রজেক্ট শুরু করতে চলেছে।আজ চন্দ্রঁবিন্দু ফেলোশিপ বাংলাদেশ এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে সেন্টাল,এক্সিকিউটিভ ও জেনারেল মেম্বার এর উপস্থিতি তে সকলের স্বাস্থ্য সতর্কতা অবলম্বন এর মাধ্যমে কেক কেটে দিনটি উদযাপন করা হয় এবং সেই সাথে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছিন্নমূল, অসহায় , হতদরিদ্র মায়েদের মাঝে ২০ পিচ শাড়ি বিতরন করা হয় এবং সেই সাথে আজ প্রজেক্টঃআজীবন কর্মসংস্থান এর শুভ উদ্ভোদন করে যশোর সদরের বারান্দিপাড়ার বাসিন্দা এক চাচা কে তার কর্মসংস্থান এর ব্যবস্থার জন্য একটি মালবাহী নতুন ভ্যান উপহার দেওয়া হয়।উক্ত শাড়ি বিতরণ, প্রজেক্ট উদ্ভোদন ও প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রঁবিন্দু ফেলোশিপ বাংলাদেশ এর প্রেসিডেন্ট সেজীম রহমান,জেনারেল সেক্রেটারি সুমাইয়া শাম্মি বিলি,জয়েন্ট সেক্রেটারি ইবনে হাসান তমাল,কমিউনিকেশন সেক্রেটারি অরিত্র বর্মন, মিডিয়া সেক্রেটারি আদনান ফারুক,এক্সিকিউটিভ ও জেনারেল মেম্বারঃআসরাফুন্নেহার সেফা,উপমা মন্ডল, রিক্তা খাতুন,ফারজানা ইসলাম লিয়া,সৌরভ রায়,তাজকিয়া কেয়া,আরাফাত কামাল, সানজিদা রহমান,কাজল হসান,রুমানা ইসলাম রিয়া সহ অনেকে। প্রতিষ্ঠা বার্ষিকীতে চন্দ্রঁবিন্দু ফেলোশিপ বাংলাদেশ এর জন্য সকল শ্রেণীর মানুষের কাছে দোয়া চেয়েছেন প্রেসিডেন্ট সেজিম রহমান এবং সেই সাথে সকলের সহযোগিতা।