বরগুনার আমতলীতে উপজেলা ব্যাপি করোনা টিকা দেওয়ার প্রস্তুতি সভা উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।
আজ (বৃহস্পতিবার) বিকেল ৫টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, চাওড়া ইউপি চেয়ারম্যান
মোঃ আখতারুজ্জামান খান বাদল, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, আঠারগাছিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রিপন, হলদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আড়পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাড. এইচ এম মনিরুল ইসলাম মনি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ শাহাদাত হোসেন, ওসি (তদন্ত) রনজিৎ কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাওসার হোসেন, ঘূর্নিঝড প্রস্তুতি কর্মকর্তা কেএম মাহতাবুলবারী, পৌরসভার কাউন্সিলর
মোঃ জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক মোঃ হায়াতুজ্জামান মিরাজ, সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ কবির দেওয়ান, প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল কবির প্রমুখ।
সভায় আগামী ৭ আগস্ট আমতলী পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নে একযোগে ২২টি কেন্দ্রে ৪ হাজার ৪ শত জন পুরুষ ও মহিলাকে করোনা ভাইরাস প্রতিরোধের প্রথম ডোজ টিকা দেয়া নিয়ে কর্মপরিকল্পনা গ্রহন করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।