বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদে লঞ্চের ধাক্কায় একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক জেলে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজ ওই জেলের নাম মাসুম খান (৩০)।
বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর এলাকাসংলগ্ন আড়িয়াল খাঁ নদে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মাসুম খান ওই এলাকার ইসমাইল খানের ছেলে।
আহত জেলে মো. দেলোয়ার হোসেনকে (২৫) উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বুধবার রাতে নৌকা নিয়ে আড়িয়াল খাঁ নদে ইলিশ শিকারে যান জেলে মাসুম খান ও দেলোয়ার হোসেন। উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর এলাকাসংলগ্ন আড়িয়াল খাঁ নদে ঢাকা থেকে ছেড়ে আসা পয়সারহাটগামী লঞ্চের ধাক্কায় একটি নৌকা ডুবে যায়। এ সময় এক জেলে নিখোঁজ হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক জেলে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বরিশাল নৌ ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল নিখোঁজ জেলে মাসুমকে উদ্ধারে অভিযান শুরু করেছে।
বরিশাল নৌ ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. খোরশেদ আলম জানান, নিখোঁজ জেলেকে উদ্ধারে অভিযান চলছে। তবে দুপুর পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
বাবুগঞ্জ উপজেলা ইউএনও মো. আমিনুল ইসলাম জানান, নিখোঁজ জেলেকে উদ্ধারে অভিযান চালাচ্ছেন নৌ ফায়ার স্টেশনের ডুবুরিরা।
কলমকথা/ সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।