নজরুল ইসলাম, নান্দাইল প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাহাঙ্গীরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামিলীগের মনোনয়ন প্রত্যার্শী কামাল উদ্দিন মন্ডল।

ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন তিনি। নির্বাচন কে সামনে রেখে অাজ
জনসভার অায়োজন করেন।

উক্ত জনসভায় সভাপতি ছিলেন মোঃ মোর্শেদ আলী মাস্টার,পরিচালনায়- হাবিবুর রহমান চন্দন।

উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি বাবু উদয় শংকর চক্রবর্তী, ইউনিয়ন আওয়ামীলীগের সম্মানীত সদস্য আব্দুল মালেক, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলী হোসেন, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল গণী, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুস সালাম সরকার, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবিনা ইয়াসমিন মিনা, সাধারন সম্পাদক আনেছা বেগম।

কামাল উদ্দিন মন্ডল বলেন, আমি আওয়ামিলীগ পরিবারের সন্তান। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে রাজনীতি করি।

বিগত দিনে প্রতিটি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করার জন্য কাজ করেছি। একজন যোগ্য আওয়ামিলীগের কর্মী হিসাবে আমাকে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মনোনীত করবে।

জাহাঙ্গীরপুর ইউনিয়নের জনগন আমাকে আগামী দিনের চেয়ারম্যান হিসাবে দেখতে চায়। ইনশাআল্লাহ্ নৌকা প্রতীক পেলে বিশাল ভোটে জয়ী হব।