করোনা পরিস্থিতিতে ঈশ্বরগঞ্জ পৌর শহরের ০৯ ওয়ার্ডের নিম্নআয়ের ৬০০ জন নারী-পুরুষের মধ্যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসে “আতঙ্কিত না হয়ে সচেতন হোন, অপরকেও সচেতন করুন” এই শ্লোগানে।

রবিবার পৌরসভার উদ্যোগে এ অর্থ বিতরণ করা হয়।পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈশ্বরগঞ্জ পৌরসভার উদ্যোগে ৬শ জন অসহায় নারী পুরুষের মাঝে ৫শত টাকা করে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, ঈশ্বরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুস ছাত্তার।

এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও ট্যাগ অফিসার আবু সাদাত মোহাম্মদ সায়েম, পৌর সচিব কামরুল হক, কাউন্সিলর আব্দুল মোতালেব, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নুরুন্নাহার কণাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।