পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নে অসহায় ও দরিদ্র অর্ধশতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে অরাজনৈতিক সংগঠন সংঘবদ্ধ মাইজবাগ ঈশ্বরগঞ্জ।
মঙ্গলবার সকালে ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের অর্ধশতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, ডাল, সাবান, দুধ, আতব চাল।
সংঘবদ্ধ মাইজবাগের সাধারণ সম্পাদক আমির হামযা বলেন, মহামারি করোনায় খেটে খাওয়া পরিবারের মানুষ অসহায় হয়ে পড়েছেন। আমরা সব সময় এসব অসহায় ও দরিদ্র পরিবারের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এলাকার অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।