ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কাঁচামাটিয়া নদ থেকে বিপ্লব (৯) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সকাল আনুমানিক ৭টার দিকে কাঁচামাটিয়া নদ থেকে বিপ্লবের লাশটি উদ্ধার করে স্থানীয় জেলেরা।
বুধবার বিকেলে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয় বিপ্লব। নিখোঁজের পরেরদিন ১২ আগষ্ট (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ৭টার দিকে কাঁচামাটিয়া নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। বিপ্লব উপজেলার সরিষা ইউনিয়নের বৈরাটি গ্রামের আব্দুর রাশিদের ছেলে।
আব্দুর রাশিদ পেশায় একজন পরিচ্ছন্নতাকর্মী। নিহতের প্রতিবেশী আব্দুল্লাহ জানান, বুধবার বিকালে স্থানীয়ভাবে কাঁচামাটিয়া নদীতে একটি সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতার সময় সাঁতারুদের সাথে বিপ্লব পানিতে ঝাঁপ দেয়। তারপর থেকেই সে নিখোঁজ।
অনেক খোঁজাখুঁজি করেও আর তাকে পাওয়া যায়নি। নিখোঁজের পরেরদিন আনুমানিক সকাল ৭টার দিকে স্থানীয় জেলের মাছ ধরার জালে উঠে আসে মৃত বিপ্লবের লাশ। খবর পেয়ে শিশুটির লাশ সেখান থেকে উদ্ধার করেন তার স্বজনেরা।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের মিয়া বলেন, শিশুর লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।