ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পারিবারিক কলহের জেরে খানজাহান আলী (২১) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে নিজ ঘরের আড়ার সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। ঘটনাটি ঘটেছে, উপজেলার বড়হিত ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায়। খানজাহান আলী ওই গ্রামের ফজলুল হক ফকিরের ছেলে।
এলাকাবাসী ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, খানজাহান আলী একাধিক বিয়ে করার কারণে দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তিতে ভুগছিলেন। পারিবারিক কলহে অতিষ্ঠ হয়ে ঘটনার দিন সে নিজ ঘরের আড়ার সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।