রোকন মিয়া, স্টাফ রিপোর্টার(উলিপুর): জান্নাত ডায়াগনস্টিক সেন্টার এর সহযোগিতায় স্বপ্নছাঁয়া রক্তদান ফাউন্ডেশন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করেন । উলিপুর উপজেলার ধরণীবাড়ী আলোর পথ মাঠে এটি অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এহসানুল হক সুমন (২১) জানান তারা বিভিন্ন ভাবে হতদরিদ্র লোকদের রক্তের চাহিদা অনুযায়ী কাজ করছেন। চাহিদানুযায়ী রক্তের গ্রুপ সংকট থাকায়, রক্তদাতা খোজার জন্য এসব ক্যাম্পেইন করে থাকেন। তিনি বলেন সিজারে বাচ্চা প্রসবের সময় মিষ্টি নয় বরং রক্ত মজুদ রেখে সিজার করা উত্তম।
সহঃ মহিলা পরিচালক শারমিন সুলতানা শিখা(২৩)
জানান তারা বিভিন্ন ভাবে রক্ত সংগ্রহ করে রক্তের চাহিদা পুরণের করে থাকেন। তবে সামাজিক বৈষম্যের কারণে অনেক সময় তাদের হতাশা হতে হয়। তবে তিনি পুরুষের পাশাপাশি নারীদের রক্তদানে উৎসাহ প্রদান করে বলেন তারাও যেন এ কাজে অংশ গ্রহন করেন, এতে কোন ক্ষতি হয় না বরং হার্টের অনেক উপকার করে। তিনি সমাজের বিত্তবানদের এ সকল কাজে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।
এসময প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব, নাজমুল হুদা রুবেল ( সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ধরণীবাড়ী ইউনিয়ন শাখা) । জনাব সাজাদুর রহমান সাজু ও আয়োজক মনিরুজ্জামান মনির সহ আরো অনেকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।