মোত্তাহিদ ইসলাম মারজান, উলিপুর উপজেলা প্রতিনিধিঃ বৈশিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে উলিপুর উপজেলা ছাত্রলীগের বিনামূল্যে ভ্যাক্সিন নিবন্ধন করা হয়েছে।
উলিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক এর নেতৃত্বে হোসেন এন্ড নাজমা ফাউন্ডেশনের সহযোগিতায় গত ২৯ তারিখ উলিপুর শেখ রাসেল চত্বরে শুভ উদ্বোধন করা হয়।
এবং তারই ধারাবাহিকতায় আজ ১ আগষ্ট উলিপুর পূর্ববাজার, ডাক বাংলা মার্কেটে বিনামূল্যে ভ্যাক্সিন নিবন্ধন সহ জরুরি প্রয়োজনে অক্সিজেন সেবা দেওয়া হয়েছে ।
এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল জানান দরিদ্র, অসহায় জনগোষ্ঠীকে ভ্যাক্সিন নিতে উৎসাহিত করতে উপজেলা ছাত্রলীগের উদ্যগে হোসেন এন্ড নাজমা ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় বিনামূল্যে রেজিষ্ট্রেশন চালু করা হয়েছে।
এছাড়া করোনা আক্রান্ত কোন ব্যাক্তির জরুরি অক্সিজেন প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করলে অক্সিজেন দিয়ে সহযোগিতা করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।