
হাফিজুর রহমানতালতলী(বরগুনা)প্রতিনিধি:বরগুনার তালতলীতে এক ঘন্টার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে নিয়ে চেয়ারে বসেন ১০’ম শ্রেণীর স্কুল ছাত্রী মাইশা জাহান মিমি।
বুধবার(২০ অক্টোবর) বিশ্ব কন্যা দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে উপজেলা পায়রা হল রুমে বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে সিবিডিপি, বরগুনা।
এসময় এক ঘন্টার জন্য মাইশার কাছে প্রতীকী উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করেন রেজবী উল কবির জোমাদ্দার। অনুষ্ঠানে মাইশাকে ফুলের শুভেচ্ছা দিয়ে রবন করে নেওয়া হয়।
অনুষ্ঠানের মাধ্যমে এক ঘন্টার জন্য উপজেলা চেয়ারম্যানের স্থলাভিষিক্ত হয়ে তার চেয়ারে বসে তালতলী উপজেলাকে আপামর জনগণের জন্য একটি নিরাপদ ও সুন্দর সমাজ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ হয়।
এসময় প্রতীকী উপজেলা চেয়ারম্যান মাইশা জাহান মিমি কয়েক দফা তুলে বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে শিশু,যুব,স্থানীয় প্রশাসন,সাংবাদিকসহ এলাকার নাগরিকদের সহযোগিতায় প্রতিরোধ গড়ে তুলবো। নারী ও শিশু ও সকল প্রকার নির্যাতন প্রতিরোধে একাতাবদ্ধ থাকবো। শিশুদের বিকাশে তালতলীতে একটি সুরক্ষিত শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠা করবো। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে শিশু সুরক্ষা দল গঠন করবো। ইভটিজিং প্রতিরোধে দুর্বার গতিতে প্রতিরোধ গড়ে তুলবো । কন্যা শিশুদের স্কুলে গমনকালে তাদের পদ সমূহ সুরক্ষিত রাখব।
এছাড়াও
এক ঘণ্টার উপজেলা চেয়ারম্যানের সব প্রস্তাবনা বাস্তবায়নের ঘোষণা দিয়ে উপজেলা চেয়ারম্যান রেজবী উল কবির জোমাদ্দার বলেন, নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছে নারীরা। এমন এক ঘণ্টার জন্য নয়, আজকের কন্যাশিশুরাই আগামীতে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করবে। এজন্য পরিবার এবং সমাজকে দায়িত্ব নিতে হবে।
এ সময় বক্তব্য রাখেন- সিবিডিপির নির্বাহী পরিচালক বরগুনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার, তালতলী প্রেস ক্লাব সহসভাপতি হাফেজ মোঃ গোলাম কিবরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ মাসুদ ও সদস্য নজরুল ইসলাম খান প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।