বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার চতুল গ্রামের বাসিন্দা আবুল কাশেম মোল্লার ছেলে তাজমীর মোল্যাকে ধরিয়ে দিতে এক লক্ষ টাকা পুরুস্কার ঘোষণা করেছে গ্রাীন বাংলা ফাউন্ডেশনের পরিচালক।
গ্রীন বাংলা ফাউন্ডেশনের পরিচালক মো. কামরুজ্জামান জানান, তাজমীর মোল্যা এক সময় গ্রীন বাংলা ফাউন্ডেশনের অফিস সহকারী হিসেবে কর্মরত থাকা অবস্থায় অফিসের অর্থ আত্মসাতের মামলায় জেল খেটে জামিনে বের হয়ে বর্তমানে পলাতক রয়েছে।
উক্ত মামলা ও হত্যা মামলাসহ বর্তমানে সে পৃথকভাবে মোট নয়টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এছাড়া তার বিরুদ্ধে, জালিয়াতি, মাদক, গাড়ি ছিনতাই, ইয়াবা ব্যবসা, মলম পার্টির সাথে জড়িত থাকাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
তিনি আরো বলেন, যদি কোন সহৃদয় ব্যক্তি ৭ (সাত) দিনের মধ্যে তার সঠিক সন্ধান দিয়ে ধরিয়ে দিতে পারেন তাহলে নগদ ১ (এক) লক্ষ টাকা পুরষ্কার দেয়া হবে। সন্ধানদাতাদের ০১৫৫০০৬৬০০৭ নম্বরে যোগাযোগ করতে বলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।