মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসন উপজেলার চরপাচুড়িয়া এলাকার মানুষকে দেয়া কথা রাখলেন। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য এলাকাবাসী উপজেলা প্রশাসনকে ধন্যবাদও জানিয়েছেন।

২৭ আগস্ট, শুক্রবার বিকেলে উপজেলার চরপাচুড়িয়া এলাকায় মধুমতির ভাঙনকৃত জনবহুল রাস্তাটি পরদর্শন করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রামানন্দ পাল ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ দবির উদ্দিন।

এ সময় ইউএনও মহোদয় এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন,রাস্তাটি খুব দ্রুত সংস্কার করে আপনাদের ও পথচারীদের চলাচলের উপযোগি করে দেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তার দেয়া কথা অনুযায়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীসহ পথচারীদের দূর্ভোগ দুর করতে বালির বস্তা দিয়ে সাময়িক ভাবে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হয়।

উপজেলা সদরের চরপাচুড়িয়া এলাকার প্রায় ৩৫০০ জন এবং আশপাশের আরও ৫ হাজার মানুষ চলাচল করে এই সড়ক দিয়ে। কিন্তু বর্তমানে মধুমতির ভাঙন ও প্রবল বৃষ্টির কারণে এমন বেহাল দশা হয়েছে যে মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর প্রকাশিত হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে এবং দ্রুত সাময়িক এই পদক্ষেপ গ্রহণ করে।