আকাশ রহমান,  ঠাকুরগাঁও :

দেশে প্রতিনিয়ত দিন দিন করোনা ভাইরাসের সংক্রমণ। এই করোনা ভাইরাসের সংক্রমণ পিছিয়ে নেই উত্তরের জেলা ঠাকুরগাঁও। প্রতিনিয়তই হুর হুর করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর এই সংক্রমণে করোনাক্রান্ত মানুষের জীবন বাঁচানোর তাগিদে তখন এগিয়ে এলো দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ সেলিমা আখতার।

মঙ্গলবার (২০জুলাই) ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জন্য Non Rebreather Mask বিশেষ করে করোনা সংক্রমিত হওয়া নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিতকরণ করার ক্ষেত্রে জেলার সার্কিট হাউজে বিশেষায়িত মাক্স হস্তান্তর তিনি।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহাবুবুর রহমান। গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গির হোসেন। এসময় অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ নাদিরুল আজিজ,ইকো পাঠশালা এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ইএসডিও’র নির্বাহী পরিচালক জনাব ড. মুহম্মদ শহীদ উজ জামান সহ শিক্ষক- শিক্ষিকাবৃন্দ।