রুবেল চক্রবর্তী, তজুমদ্দিন (ভোলা) থেকে: ভোলার তজুমদ্দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা অনুযায়ী তজুমদ্দিন উপজেলায় করোনা সহনীয় পর্যায়ে রাখতে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের “করোনায় করণীয় শীর্ষক আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামীলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, সেচ্ছাসেবক লীগের সভাপতি ইশতিয়াক হাসান সহ আওয়ামী লীগ ও অনান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।