কপিলমুনির বাইপাস সড়কের গোলাবাড়ি মোড় আশ্রায়ন প্রকল্প সংলগ্ন পানি নিষ্কাশনের মাধ্যম জরাগ্রস্ত এই জায়গাটি ভেঙ্গে গেছে।

প্রধান সড়কে চলাচলের জন্য অনুপযোগী হওয়ায় পাইকগাছা টু কপিলমুনি যাতায়াতের জন্য বাইপাস সড়কটি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। হয়তো অল্প সময়ের ব্যাবধানে বিচ্ছিন্ন হতে পারে সড়কটি।

বিষয়টি কর্তৃপক্ষ দেখবেন বলে আশা করছেন এলাকাবাসী। জানাগেছে, উপজেলার ১ নং হরিঢালী ইউনিয়নের উত্তর সলুয়া গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম এটি। বর্ষা মৌসুমে অতি বর্ষনের ফলে মাটি চুপসে গিয়ে কপোতাক্ষ নদীতে পানি নিষ্কাশনের ড্রেনটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

জরাগ্রস্ত রাস্তাটির এই অংশের মাটি ধুয়ে যাওয়ার ফলে এবং উপরীভাগে বিভিন্ন যান বাহন চলাচলের চাপে ভেঙে পড়েছে রাস্তাটি। একটি পাকা কালবার্ট দাবি এলাকাবাসীর। এ বিষয়ে মাননীয় এমপি মহোদয় সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন মসজিদের মুসল্লী ও এলাকাবাসী।