নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসন্ন ইউপি নির্বাচনে নৌকার প্রাথীর জাহেদ আলীর পক্ষে আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা।
সোমবার বিকালে উপজেলার পশ্চিমগাঁও এলাকায় কায়েতপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক নাজমুল হাছান জয়ের নেতৃত্বে কায়েতপাড়া ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী আলহাজ্ব জাহেদ আলীর পক্ষে আনন্দ মিছিল করেন।
এসময় এলাকাবাসীর কাছে আগামী ১১ ই নভেম্বর ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চায় নেতাকর্মীরা।
এসময় কায়েতপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি আলমগীর হোসেন বলেন কায়েতপাড়া ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী আলহাজ্ব জাহেদ আলী সাহেবের বিকল্প নেই।
আলহাজ্ব জাহেদ আলী সাহেব কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের দু’দিনের কান্ডারী তাই আগামী ইউপি নির্বাচনে তাঁকে নৌকায় মার্কায় ব্যাপক ভোটে জয়যুক্ত করে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।