রোকন মিয়া, স্টাফ রিপোর্টার উলিপুর কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যানন্দে তিস্তার ভাঙ্গন ও বন্যার্তদের মাঝে উপজেলা চেয়ারম্যানের ত্রাণ বিতরণ।মঙ্গলবার বিকেলে রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী বিদ্যানন্দ ইউনিয়নের বন্যা ও ভাঙ্গন কবলিত এলাকায় পাড়ামৌলা, মন্দির,তৈয়বখাঁ, রতি, চতুরা ও রামহরি মৌজার শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো ১০কেজি চাল, ১কেজি চিনি, ১কেজি ডাল ও ১/২লিটার তেল ভারী বৃষ্টির ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদ সীমার ৭০সেঃমিঃ উপর প্রবাহিত হতে থাকলে চরাঞ্চলের ও নিম্নাঞ্চলের অসংখ্য মানুষ পানি বন্দী হয়ে পড়ে।
তাদের খোজ খবর নিতে মঙ্গলবার বিকেলে নৌকায় করে ত্রাণ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক কুমোদ রঞ্জন সরকার, বিদ্যানন্দ ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বসুনিয়া সহ উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।