মামুনুর রশীদ মামুন, কুড়িগ্রামঃ কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ঘাটে ইঞ্জিন চালিত নৌকায় অতিরিক্ত যাত্রী বহনকালে নৌকার ছই ভেঙ্গে অন্তত ৩০ জন আহত হয়েছে। আজ শুক্রবার (৬ আগস্ট) সকাল ১০ টার দিকে এই দূর্ঘটনা ঘটে।
এ নিয়ে নৌকার যাত্রী, স্থানীয় জনগণ ও নৌকা চালকের মধ্যে হাতাহাতি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, অতিরিক্ত যাত্রী বহনকারী নৌকাটি মোগলবাসা ঘাট থেকে রৌমারীর দিকে যাত্রা আরম্ভ করলে ছইয়ের উপরে অতিরিক্ত যাত্রী থাকায় যাত্রীর ভরে ছই ভেঙ্গে নিচে থাকা যাত্রীর উপর ভেঙ্গে পরে। ফলে ঘটনাস্থলেই ৩০ জন আহত হয়।
তবে কেউ গুরুতর আহত হয়নি। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার জানান, বিষয়টি সম্পর্কে আমাকে কেউ এখনও অবগত করেনি। আমি খোঁজ খবর নিয়ে দেখছি।