মামুনুর রশীদ মামুন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে বজ্রপাতে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার ইফতেখারুল মোকাদ্দেম বজ্রপাতে ২জন নিহত এবং একজন আহত হবার ঘটনা নিশ্চিত করেন।
চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের অষ্টমির চর ইউনিয়নের শাখাহাতির চর এলাকায় মাঠে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অষ্টমির চর ইউপি চেয়ারম্যান আবু তালেব সরকার বলেন, তারা আমার ইউনিয়নের বাসিন্দা। দিনমজুরি করে তাদের সংসার চলে। তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে ব্রহ্মপুত্র নদের শাখাহাতি এলাকায় পানিতে জাগানো পাট ধোঁয়ার কাজ করছিলেন ৩ জন শ্রমিক। এসময় হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হলে তারা ৩ জনই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নৌকা যোগে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক আল আমিন হোসেন আহত জাহাঙ্গীর আলম (৩০) ও সোনা মিয়া (৪০) কে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য আব্দুস সামাদ (৪৫) কে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরন করেন। তার অবস্থার অবনতি হলে পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতরা হলেন অষ্টমীর চর ইউনিয়নের তনসর মোল্লার ছেলে জাহাঙ্গীর আলম(৩০) একই এলাকার হায়দার পাইলটের ছেলে সোনা মিয়া (৪০)।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।