অলিয়ার রহমান, কেশবপুর (যশোর)প্রতিনিধিঃ কেশবপুরে (৭ আগষ্ট) শনিবার ইউনিয়ন পর্যায়ের ২৭টি বুথে শান্তিপূর্ণভাবে প্রথম দিন করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালেই প্রত্যেকটি কেন্দ্রে টিকা গ্রহীতাদের দীর্ঘ লাইন দেখা যায়।
উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে করোনা টিকা কেন্দ্র থেকে বিকেল ৩টা পর্যন্ত স্বাস্থ্যকর্মীরা ৫ হাজার ৪শ’ ব্যক্তিকে টিকা দিয়েছেন। বেলা ১১টায় উপজেলার পাঁজিয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে করোনার টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার।
এসময় তিনি বলেন করোনা কালীন রাজনৈতিক কোন কর্মসূচি না থাকায় দলের নেতা কর্মীদের কাজ থাকবে সাধারণ মানুষের পাশে থেকে টিকাদানের উপকারিতা সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে টিকা দেওয়ার জন্য সার্বিক সহযোগিতা করা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলু, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন প্রমুখসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গ্রাম পুলিশের সদস্য, আনছার বাহীনি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কেশবপুর উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক দেবাশীষ দাস বলেন, যশোর জেলা কমাড্যান্ট সঞ্জয় কুমার সাহার নির্দেশনায় উপজেলার ৯টি ইউনিয়নের ২৭টি বুথে আইন শৃঙ্খলা রক্ষায় ৮১ জন ভিডিপির সদস্য দায়িত্ব পালন করেছেন। সকলে সরকারি নির্দেশনা মেনেই টিকা নিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম আরাফাত হোসেন বলেন, শান্তিপূর্ণভাবে প্রত্যেকটি কেন্দ্রের ৩টি করে বুথে টিকা দেওয়া হয়েছে। টিকা নিতে আসা বয়স্ক নারী-পুরুষ, মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।