কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে রবিবার দুপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে ৭ নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার ওই সেলাই মেশিন বিতরণ করেন।
এ সময় আরও ৩ নারীকে আর্থিক অনুদান প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে সেলাই মেশিন ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, পলাশ কুমার মল্লিক, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ ওহিদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালি রানী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।