“মুজিব বর্ষের শপথ করি, দুর্যোগে জীবন সম্পদ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরের খানসামায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশনে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সপ্তাহের উদ্বোধন করা হয়।

খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার তালহা বিন জসিম এর সঞ্চালনায় উদ্বোধনি অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিটের সদস্য, উপজেলায় কর্তব্যরত সাংবাদিকবৃন্দ সহ আরও অনেকে।