মোঃ জসিম উদ্দিন; খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের খানসামায় ইছামতী নদীতে মাছের পোনা অবমুক্ত করণ করা হয়েছে। ৩ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নে “মানব কল্যান সেবা সংঘ” নামের একটি সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রায় ৮ প্রজাতির ১০ কেজি ধানি পোনা অবমুক্ত করা হয়।

সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান এর সঞ্চালনায় এবং প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতিয়ান গড় ঝাপু পাড়া সরঃ প্রাথমিক বিদ্যালয়ের করেন প্রধান শিক্ষক মোঃ নুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দরগা এতিমখানার শিক্ষক হাফেজ মোজাফ্ফর হোসেন বলেন,আজকে এই ইছামতী নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এটি আসলেই একটি মহৎ উদ্যোগ, মহৎ কাজ।

দেশকে এগিয়ে নিতে হলে সরকারি ও বেসরকারি পর্যায়ে এভাবেই সবাইকে এগিয়ে আসতে হবে।’ এবং এ রকম কাজের জন্য পরিকল্পনাকারীদের অভিনন্দন জানায় প্রধান অতিথি নুরুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক খালেদ রায়হান,সদস্য বেলাল হোসেন, আতিকুল ইসলাম, ছপুর উদ্দিন,নাজু ইসলাম,মমিনুল হক সহ এলাকার নানা পেশায় নিযুক্ত নেত্স্হানীয় ব্যাক্তিবর্গ।

পরিশেষে সংগঠনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেন,খানসামা উপজেলার অবহেলিত মানুষের জন্য এ রকম সামাজিক ও জনকল্যাণ মূলক কাজ করে যাবো আমরা ইনশাআল্লাহ। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জসিম উদ্দিন বলেন, বিগত ০১(এক) বছরে আমরা সর্বদায় খানসামায় অবহেলিত মানুষের পাশে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ। ভবিষ্যতেও সংগঠনের এমন ধারাবাহিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।