দিনাজপুরের খানসামা উপজেলায় হঠাৎ করে বেড়েছে মসজিদে চুরির ঘটনা। গত দুই দিনে উপজেলার চারটি মসজিদে চুরির ঘটনা ঘটেছে।

গতকাল ২৩ জুলাই শুক্রবার দিবাগত রাতে উপজেলার আঙ্গার পাড়া ইউনিয়নের আদর্শ গ্রাম জামে মসজিদে চুরির ঘটনা ঘটে। চোরেরা প্রধান দরজার তালা ভেঙে ওই মসজিদ থেকে মাইকের মেশিন ও সৌর বিদ্যুতের ব্যাটারী ও ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা চুরি করে নিয়ে যায় এছাড়াও উপজেলার ঐতিহাসিক আওকরা মসজিদের ৪টি ফ্যান ও পাকেরহাট হাসপাতাল জামে মসজিদের টাকার বাক্স হতে টাকা চুরির ঘটনা ঘটেছে।

এর আগে গত ১৯ জুলাই উপজেলার গোয়াল ডিহি ইউনিয়নের পশ্চিম হাসিমপুর গ্রামের বড় মসজিদ পাড়ার নূরানী জামে মসজিদের লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। এবং ঐ মসজিদে ২১ জুলাই রাতে মসজিদের বৈদ্যুতিক ট্রান্সমিটারও চুরি হয় ।

চুরির বিষয়টি মসজিদের মুয়াজ্জিন টের পেয়ে মসজিদের সকলকে অবহিত করেন। এবং এ ঘটনায় অজ্ঞাতনামা (চোরদের) নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে জানা গেছে, ইতিপূর্বে গত ১৯ জুলাই রাতে ফজর নামাজের আগে চোরেরা মসজিদের আউজার ব্র্যান্ডের মাইক সেটের মেশিন এবং গাজী ব্র্যান্ডের এক হার্জের মর্টার চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় ওই মসজিদের সভাপতি আব্দুল কাদেরের ছোট ছেলে মুমিনউদ্দিন মানিক বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই মসজিদের সভাপতি আব্দুল কাদের বলেন, এসব চোরের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। খানসামা থানার ওসি শেখ কামাল হোসেন মসজিদে চুরির বিষয় গুলি নিশ্চিত করে জানান, চুরির বিষয় গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। লকডাউনের কারণে ছিঁচকে চোরেরা এই চুরির ঘটনা গুলো ঘটাচ্ছে বলে মনে হচ্ছে।