দিনাজপুরের খানসামায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে।
৯ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টা হতে দুপুর ১২ টা পযর্ন্ত প্রায় দুই ঘন্টা ধরে উপজেলার খানসামা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে এই মহড়া অনুষ্ঠিত হয়।
 দুই ঘণ্টাব্যাপী এই মহড়ায় অগ্নিকান্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি,ভুমিকম্প ও বজ্রপাত থেকে নিরাপদ থাকা বিষয়ে প্রশিক্ষণ,ও অগ্নি-নির্বাপণের বিভিন্ন কৌশল সম্পর্কে বাস্তব ধারণা প্রদান করা হয়। মহড়ায় ঘরবাড়িতে আগুন লাগলে তা নিয়ন্ত্রণে আনার বিভিন্ন কৌশল ও পদ্ধতি উপস্থিত জনসাধারণের মাঝে উপস্থাপন করা।
খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার তালহা বিন জসিম এর নেতৃত্বে এই মহড়া অনুষ্ঠিত হয়। এসময় মহড়া ও প্রশিক্ষণে ১নং ইউনিয়নের ভিডিপি সদস্যরা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।