মোঃ জসিম উদ্দিন,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামায় সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে খাদ্যশস্য (ধান) সংগ্রহ করার লক্ষ্যে অনলাইন লটারীর মাধ্যমে নির্বাচন করা হচ্ছে কৃষকদের ভাগ্য।
১৭ নভেম্বর (বুধবার) খানসামা উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির উদ্যোগে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তারের নেতৃত্বে উপজেলা সম্মেলন কক্ষে অনলাইন লটারীর মাধ্যমে ভাগ্যবান ২৫৩ জন কৃষক নির্বাচন করা হয় যাদের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে মোট ৭৬০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। জানা যায় যে, উপজেলায় চলতি আমন মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বাসুদেব রায়, পাকেরহাট এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সৌমিত্র কুমার বসাক, খানসামা এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল আক্তার ও উপজেলার কৃষকগণ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।