পাইকগাছায় খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরন সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর সঞ্চালনায় স্বরনসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি এড. সোহরাব হোসেন সানা, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বিএমএ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অধ্যাপক ডাঃ শেখ শহীদ উল্লাহ ।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ কুমার সাধু,যুগ্ন সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস ,বিভুতি ভুষন সানা,শেখ গোলাম রব্বানী,শেখ বেনজির আহমেদ বাচ্চু,বিজন বিহারী সরকার, প্রভাষক মইনুল ইসলাম, তৃপ্তি রঞ্জন সেন, ইকরামুল ইসলাম।