গত দুইদিন ধরে ভয়ানক বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানির স্তর বৃদ্ধি পেয়েছে।

এর ফলে ডুবে গেছে খুলনা-মংলা মহাসড়কের বেশ কিছু জায়গা। এখনো পুরোপুরি ভাবে খুলনা-মংলা মহাসড়কের রাস্তার সংস্কারের কাজ সব জায়গায় সম্পন্ন হয়নি। কিছু কিছু জায়গায় সংস্কারের কাজ এখনো চলছে।



বিশেষ করে রামপাল জিরো পয়েন্ট, তেতুলিয়া ব্রিজ, এবং ঝনঝনিয়া সংলগ্ন এলাকায়। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে রাস্তায় পানি জমে যাওয়ায় পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন অনেক ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে।

বিশেষ করে যেসব জায়গায় রাস্তায় এখনো সংস্কার হয়নি সেসব জায়গায় একটু অসতর্ক হলেই বড় রকমের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।