মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামে সাপের কামড়ে আকলিমা বেগম (৫৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ৯টার দিকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা গেছে, আকলিমা বেগম প্রতি রাতের মতো শনিবার দিবাগত রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে তাকে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ দংশন করলে তিনি অসুস্থ হয়ে পড়েন।
এ সময় তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়ার পরও তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে রবিবার সকালে পরিবারের লোকজন তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য রওনা দেয়। পথিমধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহাম্মেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।