আবুল হাশেম, বাঘা প্রতিনিধিঃ বুধবার সারাদেশে চতুর্থ ধাপে ৮৪০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি)।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর রাজশাহীর বাঘায় আড়ানী,বাউসা ও চকরাজাপুর এই ৩ ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী জানা গেছে,নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষদিন আগামী ২৫ নভেম্বর, মনোনয়ন যাচাই বাছাই ২৯ নভেম্বর,আপিল দায়ের ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৩-৫ ডিসেম্বর, প্রত্যাহার ৬ ডিসেম্বর,প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। তিনটি ইউনিয়নের মধ্যে আড়ানী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮ হাজার ৮৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৪ হাজার ৪১৩ ও নারী ৪ হাজার ৪৭১ জন। বাউসা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৭৫ জন। এর মধ্যে পুরুষ ১২ হাজার ৩১ ও নারী ১২ হাজার ৪৪ জন। আর চকরাজাপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৭১৩ জন। এর মধ্যে পুরুষ ৪ হাজার ৯৫৬ ও নারী ৪ হাজার ৭৫৪ জন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।