যশোরে র‌্যাব এক জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে৷ সোমবার দুপুরে চৌগাছা উপজেলার সলুয়া বাজার এলাকা থেকে আসামীকে গ্রেফতার করা হয়৷

গ্রেফতার আসামী হলো চৌগাছা উপজেলার সলুয়া গ্রামের মৃৃৃত আঃ হামিদের ছেলে মুক্তার হোসেন৷

র‌্যাবের প্রেস বিঙ্গপ্তিতে জানানো হয় চৌগাছা উপজেলার সলুয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে, সিআর-৩২৮/১৯ যশোর, থানা রিসিভ নং ৩৬/২১ ধারা-এনআই এ্যাক্ট ১৩৮ সহ একাধিক মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামীকে সোমবার দুপুর আড়াই টার দিকে আটক করা হয়৷ আসামীকে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে৷