মো: আহসান হাবীব সুমন,জামালপুর জেলা প্রতিনিধি: শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী জনগণ এক হও এই শ্লোগানকে সামনে রেখে, ৭১ মুক্তিযুদ্ধের নস্যাৎ দূর্নীতি ও গনহত্যাকারীদের বিচার বৈষম্যহীন ন্যায়বিত্তিক স্বাধীন দেশ ও দেশোপযোগী জনগণের রাষ্ট্র নির্মানে সংবিধান সংস্কারের দাবীতে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জামালপুর সদর উপজেলা শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী মানববন্ধন – গণ সমাবেশ অনুষ্ঠিত জামালপুর ।
৩১ আগষ্ট শনিবার বিকালে দয়াময়ীমোড় চত্বরে এ মানববন্ধন – গণ সমাবেশের আয়োজন করেন জেএসডি জামালপুর সদর উপজেলা শাখার নেতারা।
সমাজতান্ত্রিক দল জেএসডি জামালপুর সদর উপজেলা শাখার সভাপতি মোঃ আশরাফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ওমর হোসাইনের সঞ্চালনায় মানববন্ধন -গণ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন –
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা শাখার সভাপতি মো. আমির উদ্দিন,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক দল জেএসডি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক তাজ উদ্দিন সবুজ প্রমুখ।
আলোচকবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক দল জেএসডি জামালপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য মশিউল আলম বাবুল, সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান মাষ্টার, আব্দুল আউয়াল,জাতীয় সমাজতান্ত্রিক কৃষকজোট জামালপুর জেলা শাখার আহবায়ক মোজাম্মেল হক তোজা।
এছাড়াও আমন্ত্রিতদের মধ্যে বক্তব্য রাখেন মদিনা৷ সনদ বাস্তবায়ন পরিষদ কমিটি জামালপুর সদস্য সচিব মোঃ হাবিবুল্লাহ, যুগবাণী নজরুল চর্চা কেন্দ্র জামালপুর জেলা শাখার সভাপতি এডভোকেট আবুল বাশার, বাংলাদেশ ছাত্রলীগ জেএসডি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা সহ জেএসডি জেলা,সদর উপজেলা শাখার ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব,আমির উদ্দিন বলেন বাংলাদেশের ছাত্রযুবসমাজকে অর্থাৎ ১৮ বছর বয়সী যুবকদেরকে সামরিক বাহিনীর প্রশিক্ষণ দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য প্রস্তুত করুন।
তাহলে কেউ আর কোনোদিন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে আঘাত করতে পারবে না, সেই সাথে রাষ্ট্র সংস্কারের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশকে একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গঠন করুন।
একজন কৃষক শ্রমিকও যেনো রাষ্ট্রপতির মতো সকল নাগরিক সুযোগ সুবিধা ভোগ করতে পারে সেই রাষ্ট্রটি এখন গঠন করতে হবে। তবে বেদনার কথা হলো স্বাধীনতার ৫৩ বছরে কোনো দলই এদেশের সাধারণ জনগনের রাজনীতির কথা বলেনি। শুধুমাত্র প্রতিহিংসাপরায়ণ রাজনীতিতে তারা ছিল বিশ্বাসী, এদেশের ছাত্রযুবসমাজের সাহসী ঐতিহাসিক ভূমিকাকে ঢেকে রেখে ইতিহাস বিকৃত করে সকলের অধিকার কেড়ে নিয়েছিল।
পুলিশ প্রশাসনের সংস্কার করে নতুন একটি শব্দ ব্যবহার করতে হবে ১৮৬১ সালের বৃটিশ আইন দিয়ে পুলিশকে জাতির শত্রুতে পরিনত করেছে যারা তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।
পুলিশ বাহিনীকে সেবক বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে, রাষ্ট্র ব্যবস্থাটি মানুষের কল্যানের জন্য নিয়োজিত করা হোক এই প্রত্যাশা কামনা করছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।