যশোরে নাঈম হোসেন(১৩) নামে এক কিশোর পানিতে ডুবে মারা গেছে। শুক্রবার সকালে মনিরামপুর উপজেলার রাজগঞ্জ ঝাপা বাওড় এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে আনা হয়েছে।নিহত নাঈম উপজেলার হানুয়ার বটতলা গ্রামের রহমান হোসেনের ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায় শুক্রবার সকাল দশটার দিকে নাঈম হোসেন বাড়ি থেকে ঝাপা বাওড় এ গোসল করতে যায়। এরপর তাকে খুঁজে পাওয়া যায় না। পরে ঝাপা বাওড়ে তাকে পাওয়া যায়।

পরে স্থানীয়রা উদ্ধার করে নাঈম কে যশোর জেনারেল হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহানুর রহমান সোহাগ দুপুরে তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন হাসপাতালে আনার আগেই নাঈম হোসেন মারা গেছে।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত হতে মনিরামপুর থানায় মেসেজ পাঠানো হয়েছে। এ ঘটনায় মনিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে