গতকাল দুপুর ২.০০ টায় ঝিনাইদহএইড কমপ্লেক্স মিলনায়তনেস্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে ও মাইক্রোসফট টিমস প্লাটফর্ম এর মাধ্যমেএসএনভি নেদারল্যান্ডস উন্নয়ন সংস্থার সহায়তায় এইড ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত ÔPromotion of Market for Briquette and ICS Towards Access to Clean Cooking Solutions শীর্ষক প্রকল্পের ‘ঝিনাইদহে ব্রিকেট প্রোডাকশন সেন্টারের এক্সপোজার ভিজিট ও উদ্বোধনী অনুষ্ঠান’ এসএনভি নেদারল্যান্ডস উন্নয়ন সংস্থা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. সুই এলিস সভাপতিত্ব করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোছাঃ খালেদা খানম, মাননীয় সংসদ সদস্য ঝিনাইদহ-মাগুরা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিসেসসেলিমা জাহান, যুগ্ম সচিব ও সদস্য-নবায়নযোগ্য জ্বালানী, শ্রেডা, এমপিইএমআর, মি. হেনরিক পারসন, প্রকল্প প্রধান,ইএনডেভ বাংলাদেশ। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এইড ফাউন্ডেশন এর পরিচালক জনাব মোঃ ওয়াহিদুজ্জামান, সুন্দরবন ফাউন্ডেশন, খুলনার নির্বাহী পরিচালক জনাব আফজাল হোসেন ও ব্রিকেট ব্যবহারকারী এবং বিক্রয়কারীগণ তাদের মতামত ব্যক্ত করেন।dkk

অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএনভি-বাংলাদেশ এর নবায়নযোগ্য জ্বালানীর সমন্বয়কারী জনাব আরিফ তালুকদার।এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার কমিশনার জনাব মোছাঃ বুলবুলি ইসলাম, সচিব জনাব মোঃ মুস্তাক আহমেদ, সহকারি প্রকৌশলী জনাব মোঃ কামাল উদ্দীন ও স্যানেটারি ইন্সপেক্টরজনাব শংকর নন্দী।

বক্তাগণ বলেন, সাশ্রয়ী জ্বালানী ও উন্নত চুলা ব্যবহার করলে একদিকে দেশে বৃক্ষ নিধন রোধ হবে; অন্যদিকে জলবায়ু পরিবর্তন রোধে ভূমিকা রাখবে।ব্রিকেট ব্যবহারে গ্রাহক ধোঁয়ামুক্ত পরিবেশে স্বল্প খরচে অল্প সময়ে রান্নাসহ অন্যান্য কাজ করতে পারবেন।

অতিথিবৃন্দ আরো বলেন, আগামীতে প্রকল্পের মেয়াদ, কার্যক্রম ও পরিধি সম্প্রসারিত হলে ব্যাপক জনগোষ্ঠির মধ্যে ব্রিকেট ব্যবহারে সচেতনতা বৃদ্ধি পাবে। সমাপনী বক্তব্যে এইড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জনাব তারিকুল ইসলাম পলাশ সভায় উপস্থিত দেশ ও দেশের বাইরের সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।